IQNA

ট্রাম্প আর সাদিক খানের মধ্যে বাকযুদ্ধ

21:24 - June 16, 2019
সংবাদ: 2608739
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। আর জবাবে ট্রাম্প বলেছেন, সাদিক খানকে কখনোই তার ভালো মেয়র মনে হয়নি। বরং তাকে নেতিবাচক শক্তি বলে অভিহিত করেছেন তিনি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার লন্ডন পৌঁছান ট্রাম্প। এদিন ওয়েস্ট মিনস্টার অ্যাবে পরিদর্শন করেন তিনি। ক্লিয়ারেন্স হাউসে (রয়েল রেসিডেন্স) প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়ালের সঙ্গেও চা-চক্রে অংশ নেন। আর সোমবার সন্ধ্যায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাড়া দিয়ে অংশ নেন নৈশভোজে। তবে যুক্তরাজ্য পৌঁছানোর আগে থেকেই লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে নতুন করে শুরু হয়েছে তার বাগযুদ্ধ।

ট্রাম্পের সফরের আগে সাদিক খান বলেন, ট্রাম্পের জন্য লালগালিচা সংবর্ধনা কোনও ব্রিটিশ আচরণ নয়। স্কাই নিউজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র খান বলেন, ট্রাম্পের জন্য লালগালিচা বিছানোর কথা ভাবতেও পারি না। ভাবতেও পারছি না ট্রাম্পের ব্রিটেন সফর 'রাষ্ট্রীয়' বা আনুষ্ঠানিক হবে।

ট্রাম্পকে সাদিক খানের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় না যুক্তরাজ্যের জন্য ভালো কিছু করতে পারেন যুক্তরাষ্ট্রের এমন প্রতিনিধি সম্পর্কে তার এমন মন্তব্য করা উচিত। তিনি কোনও ইতিবাচক শক্তি নয় বরং নেতিবাচক শক্তি।

অনেক দিন ধরেই ডোনাল্ড ট্রাম্প ও সাদিক খানের মধ্যে এই বৈরিতা চলে আসছে। ২০১৬ সালে লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খানকে ট্রাম্প চ্যালেঞ্জ করেছিলেন যেন তিনি একটি আইকিউ বা বুদ্ধিবৃত্তির পরীক্ষা দেন। গত বছর জুন মাসে ডোনাল্ড ট্রাম্প বলেন, সাদিক খান সন্ত্রাস দমনের ক্ষেত্রে খুবই খারাপ কাজ করেছেন। বিভিন্ন সময় সাদিক খানও ট্রাম্পবিরোধী মন্তব্য করেছেন।  iqna

captcha