IQNA

জর্ডানে আন্তর্জাতিক কুরআন ৩৮টি দেশের অংশগ্রহণ

22:04 - June 17, 2019
সংবাদ: 2608746
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ১৫ই জুন থেকে “আল-হাশেমী” শিরোনামে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশ্বের ৩৮টি দেশের ৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান “তিলাওয়াত সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ” বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান টানা ৫ দিন যাবত অব্যাহত থাকবে। বিচারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শীর্ষ স্থানে উত্তীর্ণ ৫ জনকে পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে হাফেজ মুহাম্মাদ রাসুল তাকবিরী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। “আল-হাশেমী” শিরোনামে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২০শে জুন অনুষ্ঠিত হবে।

জর্ডানে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১২ থেকে ১৭ই মে পর্যন্ত সেদেশের রাজধানী আম্মানে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা শুধুমাত্র ছেলেদের জন্য অনুষ্ঠিত হয়। iqna

 

 

captcha