IQNA

বুলগেরিয়ার প্রাচীনতম মসজিদ পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে

23:02 - June 17, 2019
সংবাদ: 2608747
আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ার বালকান এলাকার প্রাচীনতম মসজিদটি পুনর্নির্মাণের পর ১৫ই জুন পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই মসজিদটি বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলীয় হাস্কোভো শহরে অবস্থিত। এই মসজিদটি ১৩৯৪ সালে বালকান অঞ্চলে অটোমানের শাসনামলে নির্মিত হয়েছে।

এই মসজিদটি তুরস্কের ধর্মীয় সংস্থা ও বুলগেরিয়ার গ্র্যান্ড মুফতি আফিসের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হয়েছে।

এই মসজিদটি পুনর্নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ধর্মীয় সংস্থার প্রধান “আলী আরবাশ” বুলগেরিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন: এই বিষয়টি দু’দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা এবং সম্পর্ককে শক্তিশালী করবে।

এছাড়াও তিনি দুদেশের মধ্যে শান্তি ও সহনশীলতা বৃদ্ধি করার জন্য জোর দিয়েছেন।

উল্লেখ্য যে, বুলগেরিয়া ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় ৭৫ লাখ। ২০১১ সালের জরিপ অনুযায়ী দেশটিতে মোট মুসলমানের সংখ্যা ৬ লাখ, যা সেদেশের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ এবং তাদের মধ্যে অধিকাংশই তুরস্কের বংশোদ্ভূত। iqna

 

 

captcha