IQNA

চলতি বছর ভারতীয় হাজীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

14:26 - July 09, 2019
সংবাদ: 2608864
রাজনৈতিক ও সামাজিক ডেস্কঃ গত বছরের তুলনায় এ বছর অধিক সংখ্যক ভারতীয় হাজী হজ্ব করার সুযোগ পাচ্ছে। চলতি বছর ২ লক্ষ হাজী হজ্ব পালন করবে।

ভারত থেকে ইকনা প্রতিবেদকের রিপোর্ট: ভারতের হজ্ব মিশনের ঘোষণার ভিত্তিতে ২০১৮ সালে ১ লক্ষ ৫৭ হাজার হাজী হজ্ব পালন করেছিল। চলতি বছর এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

২০১৭ সালে মক্কা ও মদিনায় গমনকারী হাজীদের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৬ হাজার। ২০১৭ সাল অপেক্ষা ২০১৮ সালে হাজীদের সংখ্যা হ্রাস পেলেও এ বছর বৃদ্ধি পাচ্ছে।

বলাবাহুল্য, ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়া ভারতীয় হাজীদের প্রথম কাফেলায় ৩০৪ জন হাজী ছিলেন। এ সময় জম্মু ও কাশ্মীরের গভর্নর সাদিয়া পাল মালিক হাজীদেরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন।#3825286

 

captcha