IQNA

ইরাকে দায়েশের নেতা গ্রেফতার

22:31 - August 03, 2019
সংবাদ: 2609017
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, মসুল শহর থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ইরাকে দায়েশের নেতা গ্রেফতারবার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সেদেশের সামরিক গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে ঘোষণা করেছে, সেনাবাহিনীর সদস্যরা মসুলের পশ্চিমাঞ্চলে এক বিশেষ অভিযান চালিয়ে দায়েশের এক নেতাকে গ্রেফতার করেছে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের “আবু আব্দুল্লাহ আল-জিনাবী” নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পূর্বে এই সন্ত্রাসী ইরাকের সালাহ আল-দিন প্রদেশের আল জাজিরার দায়েশের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োজিত ছিল। এই সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে এদেশের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে বেশ কয়েটি অপারেশনে আবু আব্দুল্লাহ আল-জিনাবী অংশগ্রহণ করেছে। সন্ত্রাসবাদ গ্রেফতারি পরোয়ানা আইনের ৪ অনুচ্ছেদের আওতায় আবু আব্দুল্লাহ মোস্ট ওয়ান্টেডের লিস্টে ছিল।
২০১৭ সালে ইরাকের সরকার ঘোষণা করেছিল, সেদেশে দায়েশের পতন হয়েছে। তবে এখনও এই সন্ত্রাসী গোষ্ঠীর সুপ্ত কোষ রয়েছে। দায়েশের পালিয়ে থাকা সন্ত্রাসীরা মাঝেমধ্যে নিজ দায়িত্বে সন্ত্রাসী হামলা চালাতে পারে।
দায়েশ তথা আইএসের সদস্যরা সম্প্রতি ইরাকি নিরাপত্তা এবং সামরিক অবস্থানগুলিতে আক্রমণ চালিয়েছে। বিশেষত দিয়ালা (ইরাক পূর্বে), সালাহ আল-দিন এবং কিরকুক (ইরাক উত্তরে) প্রদেশে সন্ত্রাসীদের হামলা অধিক পরিলক্ষিত হয়েছে। iqna

 

captcha