IQNA

হাজিদের জন্য ৯ ভাষায় দুইটি অ্যাপ্লিকেশন চালু

15:53 - August 08, 2019
সংবাদ: 2609045
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ কর্তৃপক্ষ হাজিদের হজযাত্রা সহজতর করার জন্য স্মর্টফোনের জন্য ৯টি ভাষায় দুইটি অ্যাপ্লিকেশন চালু করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংরেজি, উর্দু এবং ফরাসীসহ অন্য ৬টি ভাষায় “মানাসিকনা” অ্যাপ্লিকেশনটির মাধ্যমে হাজিগণ সৌদি আরবের পবিত্র স্থানসমূহ, মুদ্রা বিনিময়, রেস্তোঁরা এবং আবাসের স্থান অতি সহজেই খুঁজে বের করতে পারবেন।
এই অ্যাপ্লিকেশনটি সৌদি আরবের জাতীয় পর্যটন ও হেরিটেজ কমিশনের সহযোগিতায় এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজাইন ও চালু করা হয়েছে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে বিভিন্ন জায়গার সঠিক ভৌগলিক স্থানাঙ্ক দেখা সম্ভব।
মিনা, আরাফাত, মুজদালিফাসহ অন্যান্য পবিত্র স্থানগুলি পাশাপাশি রেস্তোঁরা ও স্বাস্থ্য সুবিধা প্রদানকারী কেন্দ্রগুলি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে অতি সহজেই খুঁজে বের করা সম্ভব। এপর্যন্ত এক হাজার বারের অধিক ডাউনলোড করা হয়েছে। এছাড়াও অ্যাপটিতে হজ সংক্রান্ত বিভিন্ন দোয়া এবং আমলসমূহও রয়েছে।
অপর একটি অ্যাপ্লিকেশনের নাম “সৌদি পোষ্ট”। এই অ্যাপেও হাজিগণ অতি সহজেই মক্কা ও মদিনার রাস্তাসমূহ খুঁজে বের করতে পারবেন। অ্যাপের নির্ধারিত স্থানে ঠিকানা অথবা কাফেলার নম্বর প্রদান করলেই সেটি অতি সহজেই খুঁজে পাওয়া সম্ভব। এই অ্যাপ্লিকেশনটি মোট ১৬টি ভাষার সমন্বয়ে নির্মাণ করা হয়েছে।
এই অ্যাপ্লিকেশনটি ব্যস্ত কেন্দ্রগুলির মধ্যে নিকটতম রুটগুলিও সন্ধান করতে পারে। এছাড়াও কাবার দিকনির্দেশনা, আবহাওয়ার পূর্বাভাস এবং নামাজের সময়সূচী সম্পর্কে হাজীগণ অবগত হতে পারবেন।   iqna

 

captcha