IQNA

ইদলিবে হামলা চালিয়ে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

0:12 - September 03, 2019
সংবাদ: 2609186
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মার্কিন বাহিনী কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এসব হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করা হয়েছে বলে রাশিয়া অভিযোগ করেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকার সেনারা ইদলিবের উত্তর অংশে আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি টার্গেট করে বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এদিকে, রাশিয়ার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিবে হামলা চালানোর আগে মস্কোকে আগাম কিছু জানায় নি ওয়াশিংটন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।

২০১৫ সাল থেকে দামেস্ক সরকারের অনুরোধে সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা দিয়ে আসছে রাশিয়া। অন্যদিকে সিরিয়া সরকারের অনুমোদন ছাড়াই উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করে আসছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। iqna

 

captcha