IQNA

রাশিয়ান ভাষায় কুরআন অনুবাদকের ইন্তেকাল

2:16 - September 03, 2019
সংবাদ: 2609189
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান ভাষায় কুরআন অনুবাদক “ভ্যালেরিয়া পেরুখোয়া” ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ান ভাষায় কুরআন অনুবাদক “ভ্যালেরিয়া পেরুখোয়া” গতকাল (২য় সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

সমস্ত রাশিয়ান এবং মধ্য এশীয় ধর্মীয় সংস্থার সাক্ষ্য অনুসারে তিনি খুব সূক্ষ্ম, সুন্দর ও নিখুঁতভাবে কুরআনের অনুবাদ করেছেন। আল-আজাহার বিশ্ববিদ্যালয় ১৯৯৭ সালে রাশিয়ান ভাষায় অনুবাদকৃত পাণ্ডুলিপি প্রিন্ট ও প্রকাশের জন্য অনুমোদন দিয়েছে।
রাশিয়ান সাহিত্যের মতে, তাঁর অনুবাদটি বিশ শতকের শেষের দিকে রাশিয়ান ভাষায় রচিত সেরা বইগুলির মধ্যে অন্যতম।
ভ্যালেরিয়া পেরুখোয়া তার জীবনের প্রথম দিকে খ্রিষ্টান ধর্মাবলম্বী ছিলেন। রাশিয়ার মুবাল্লিগ মুহাম্মাদ সায়িদ আর-রাশিদের সাথে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।  iqna

captcha