IQNA

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ: জমিয়তে উলামায়ে হিন্দ

11:05 - September 13, 2019
সংবাদ: 2609228
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জমিয়তে উলামা’র পক্ষ থেকে ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’ এবং সমস্ত কাশ্মীরি আমাদের দেশবাসী বলে মন্তব্য করেছে। আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে আয়োজিত বৈঠকে এ সংক্রান্ত এক প্রস্তাব পাস করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জমিয়তে উলামায়ে হিন্দ বলেছে, যেকোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কেবল দেশ নয় বরং কাশ্মীরের মানুষের জন্যও ক্ষতিকর। আমরা মনে করি যে কাশ্মীরি জনগণের গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য। তা সত্ত্বেও, আমাদের দৃঢ় বিশ্বাস যে তাদের মঙ্গল ভারতের সাথে থাকার মধ্যেই রয়েছে। বিরোধী শক্তি ও প্রতিবেশি দেশ কাশ্মীরকে ধ্বংস করার দিকে ঝুঁকেছে।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানী বলেন, কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে এবং আমাদের থাকবে। ভারত যেখানে আছে, আমরা সেখানে আছি।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, 'আজ একটি প্রস্তাব পাস করে বলা হয়েছে যে কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের দেশের নিরাপত্তা ও অখণ্ডতার সাথে কোনও আপোশ হবে না। ভারত আমাদের দেশ এবং আমরা এর পাশে দাঁড়িয়েছি। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে দেখানোর চেষ্টা করছে যে ভারতের মুসলিমরা দেশের বিরুদ্ধে। আমরা পাকিস্তানের ওই পদক্ষেপের নিন্দা জানাচ্ছি।'

সম্প্রতি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী ও আরএসএস প্রধান মোহন ভাগবতের মধ্যে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়। এসময় উভয় নেতার মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। উভয়পক্ষ থেকে ওই বৈঠককে ঐতিহাসিক ও অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করা হয়।

গত ৩০ আগস্ট দিল্লীতে আরএসএসের কার্যালয় কেশবকুঞ্জের ওই বৈঠক মাত্র ৩০ মিনিটের জন্য নির্ধারিত থাকলেও উভয়ের মধ্যে সংলাপ শুরু হলে তা দেড় ঘণ্টা পর্যন্ত চলে। মাওলানা মাদানী রাত দশটায় কেশবকুঞ্জে পৌঁছন। রাত পৌনে বারোটা পর্যন্ত উভয়ের মধ্যে কথাবার্তা হয়।

আজ হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’ মাদানী-ভাগবতের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে বলেছে, সম্প্রতি কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। এর বিরোধিতায় বিভিন্ন দল ও মুসলিম সংগঠনের বিবৃতি এসেছে। পাকিস্তানও প্রকাশ্যে বিরোধিতায় নেমেছে। এরকম পরিস্থিতিতে কাশ্মীর ইস্যুতে জমিয়তে উলামায়ে হিন্দের বিবৃতি কেন্দ্রীয় সরকারের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে। পার্সটুডে

captcha