IQNA

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম

13:47 - October 03, 2019
সংবাদ: 2609358
আন্তর্জাতিক ডেস্ক: লাখ লাখ ভক্তকে অবাক করে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিম। ইসলাম গ্রহণের সেই সোনালি মুহূর্তটির একটি ভিডিও আপলোড করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ছয় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাঁকে শেখাচ্ছেন একজন আলেম। মগ্ন হয়ে শুনছেন জে কিম। বদলে গেছে জে কিমের ইউটিউব চ্যানেলের কাভার পিকচারও। কালো গম্বুজে তাঁর নামের ওপরে লিখে দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ!’

ইসলাম গ্রহণের পর জে কিম আগের নাম বদলে নবী হযরত দাউদ (আ.) এর সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন দাউদ কিম। আগে থেকেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলে বিভিন্ন বিষয়ে ব্লগ করতেন জে কিম। এবার ইসলাম গ্রহণ করেই ফেললেন। তার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার প্রায় ছয় লাখ।

ইসলাম গ্রহণের পর জে কিম লিখেন, ‘যখন থেকে আমি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হলাম, আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি এখনো পূর্ণ প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠব। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই। আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস—আল্লাহ সব সময় আমার সঙ্গেই ছিলেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।’

captcha