IQNA

ইসরাইলকে রক্ষা নয় এটির অপরাধযজ্ঞ প্রতিহত করুন: জার্মানিকে ইরান

20:19 - October 03, 2019
সংবাদ: 2609361
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পরমাণু সমঝোতা বাতিল করে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে আহ্বান জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, জার্মানির বরং উচিত ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি সমর্থন প্রত্যাহার করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করা।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জার্মান ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ইরানের পরমাণু সমঝোতার চেয়ে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয়ার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইসরাইলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য বার্লিনের উচিত তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেয়া।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেইন সালামির একটি বক্তব্যকে কেন্দ্র করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আহ্বান জান। জেনারেল সালামি সোমবারই এক ভাষণে বিভিন্ন কারণ উল্লেখ করে বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানের প্রতিক্রিয়ায় মুসাভি বুধবার তেহরানে এক বিবৃতিতে বলেন, উত্তেজনা প্রশমন করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে এ অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা। তিনি বলেন, ইসরাইলের ধ্বংসাত্মক, হস্তক্ষেপমূলক ও অমানবিক তৎপরতা প্রতিহত করতে পারলেই মধ্যপ্রাচ্যের সব উত্তেজনার অবসান ঘটবে।

তিনি মধ্যপ্রাচ্যের বাস্তবতা উপলব্ধি করে ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননে ইসরাইলি বর্বরতার প্রতি সমর্থন বন্ধ করতে বার্লিনের প্রতি আহ্বান জানান। ইরানের এই মুখপাত্র বলেন, জার্মানি যদি তা করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে দেশটির গঠনমূলক ভূমিকার ব্যাপারে এ অঞ্চলের মানুষের মনে যে আশাবাদ রয়েছে তার কিছুটা হলেও পূরণ হবে।  iqna

captcha