IQNA

কারাগারে মাত্র ১৫ মাসে কুরআন হেফজ করলেন এক মাদক পাচারকারী

22:14 - October 06, 2019
সংবাদ: 2609383
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক লিখেছে, তুরস্কের এক বন্দী তার দৃঢ় প্রতিঙ্গার মাধ্যমে মাত্র ১৫ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মাদক পাচারের দায়ে আবদুল কাদের গিলানিকে দেড় বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জেলে বন্দি থাকা অবস্থায় মাত্র ১৫ মাসে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
তুরস্কের এই বন্দী সম্পূর্ণ কুরআন হেফজের পর অপর ১৩ জন বন্দীকে কুরআন হেফজের পদ্ধতি সম্পর্কে বিশেষ শিক্ষা প্রদান করেছেন।
গিলানি এ ব্যাপারে বলেছেন, আমাকে ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জানা ছিল যে, এর মধ্যে কল্যাণ নিহত রয়েছে। আমি কখনোই চিন্তা করেনি যে, একদিন কুরআনের হাফেজ হবো। কিন্তু যে দিন আমার জেলের রায় ঘোষণা হয়, সেদিন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি কুরআন হেফজ করবো। এই সিদ্ধান্তকে সফল করতে আমি কারাগারের ব্যবস্থাপনার সাথে যোগাযোগ করি এবং তারা আমাকে কুরআন হেফজ করতে পূর্ণ সহযোগিতা করেন।  iqna

 

captcha