IQNA

ইরান ও ইরাকের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ হবে: সর্বোচ্চ নেতা

14:29 - October 07, 2019
সংবাদ: 2609384
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, তার দেশ ও ইরাকের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে দু দেশের মধ্যে বিভক্তি সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্বোচ্চ নেতা বলেন, দেশের মানুষের মধ্যকার সম্পর্ক আল্লাহর উপর বিশ্বাস, মহানবী সাঃ এবং ইমাম হোসাইন আলাইহিস সালামের ভালোবাসার ভিত্তিতে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক তিন দিন বাড়বে। গতকাল (রোববার) সর্বোচ্চ নেতার দপ্তর থেকে এক টুইটার বার্তায় এসব কথা বলা হয়েছে।

টুইটার বার্তায় আরও বলা হয়, শত্রুরা বিভক্তি সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।

যখন হযরত ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের ছিলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ ইরাকের নাজাফ এবং কারবালায় জমায়েত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন সর্বোচ্চ নেতা এ মন্তব্য করলেন। সাধারণত চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে ২০ লাখের বেশি মানুষ অংশ নিয়ে থাকেন।

সম্প্রতি ইরাকজুড়ে সহিংস বিক্ষোভ মিছিল হয়েছে। মনে করা হচ্ছে বিক্ষোভ-সহিংসতার পেছনে আমেরিকা হাত রয়েছে।   iqna

captcha