IQNA

ইন্দোনেশিয়ায় কুরআনিক প্রতিষ্ঠান উদ্বোধন করলেন মিশরের প্রসিদ্ধ ক্বারি

20:12 - October 12, 2019
সংবাদ: 2609420
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিখ্যাত ক্বারি এবং নতুন তিলাওয়াতের সরকার নামে প্রসিদ্ধ মাহমুদ শাহাত আনওয়ার ইন্দোনেশিয়ায় একটি কুরআন শিক্ষা ইন্সটিটিউট উদ্বোধন করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের প্রসিদ্ধ ক্বারি শাইখ মাহমুদ শাহাত আনওয়ার বর্তমানে ইন্দোনেশিয়ায় রয়েছেন। সেখানে তিনি একটি নতুন কুরআন শিক্ষা ইন্সটিটিউট উদ্বোধন করেছেন।

বিশিষ্ট এই ক্বারি সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইন্দোনেশিয়ার এক শিশুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশ করেছে। তিনি এই শিশুটিকে “অলৌকিক শিশু” নামকরণ করেছেন।

এই ভিডিও ক্লিপটির ব্যাপারে মাহমুদ শাহাত লিখেছেন: এই শিশুটি শাহাতের কুরআনিক স্কুলের একজন ছাত্র। তিনি আরবি কথা বলতে পারে না। তবে তার সুললিত কণ্ঠ আপনাদেরকে বিস্মিত করবে।

চিত্তাকর্ষক কণ্ঠ এবং শক্তিশালী তিলাওয়াতের জন্য মাহমুদ শাহাত আনওয়ার মিশরসহ আরব বিশ্বে উচ্চ খ্যাতি অর্জন করেছেন। তার এই খ্যাতির ফলে বর্তমানে ইউটিউবে তার ভিডিও ক্লিপগুলো সাড়ে ৭ কোটির উপরে ভিউ রয়েছে।

উল্লেখ্য যে, এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার তিন জন, ইংল্যান্ডের তিন জন, যুক্তরাষ্ট্রের এক জন এবং (গত রমজান মাসে) ইউক্রেনের ১০ জন মাহমুদ শাহাতের মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।  iqna

 

 

captcha