IQNA

ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক জোরদার করবেন তিউনিসিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট

14:30 - October 15, 2019
সংবাদ: 2609440
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার ভোট ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী কায়িস সাঈদ। তিনি ৭০ শতাংশের বেশি ভোট পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কায়িস সাঈদের সাফল্যে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তিউনিশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার ষড়যন্ত্র ভেস্তে যেতে চলেছে বলে খবর পাওয়া গেছে। কারণ কায়িস সাঈদ মনে করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার অর্থ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তিনি এ ধরণের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

কায়িস সাঈদ এর আগে বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয় বরং ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে।

এ কারণে যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছে এবারের নির্বাচন তাদের জন্য চপেটাঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।

২০১১ সালের গণআন্দোলনের পর প্রথম অবাধে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন বেজি সাইদ। তার মৃত্যুর পর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন কায়িস সাঈদ। কায়িস সাঈদ হচ্ছেন আইনের প্রফেসর, তিনি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। iqna

 

captcha