IQNA

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর উক্তির প্রতিবাদে উত্তাপ্ত জনতা

23:21 - October 20, 2019
সংবাদ: 2609473
ফেসবুক স্ট্যাটাসের ঘটনায় একজনকে আটকের জেরে ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন শতাধিক। আহতদের ভোলা ও বরিশালের বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: স্থানীয়রা জানান, ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করায় গতকাল বিপ্লব বিশ্বাস নামে একজনকে আটক করে পুলিশ। এর জেরে রোববার তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কিন্তু, পুলিশ বিক্ষোভ না করার জন্য অনুরোধ জানায়। এরমধ্যেই ঘটনাস্থলে জড়ো হয় বোরহানউদ্দিনের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। দফায় দফায় চলে পুলিশ-জনতা সংঘর্ষ। রণক্ষেত্রের পরিণত হয় ভোলার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠ। আহতদের নেয়া হয় ভোলা ও বরিশালের বিভিন্ন মেডিকেলে।

উল্লেখ্য যে, বিপ্লব চন্দ শুভ নামে এক হিন্দু তার ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে কটুক্তি করেছে। আর এর প্রতিবাদে ইসলাম প্রিয় মুসলমানেরা জ্বলে উঠেছে। বিক্ষোভকারীরা এই অবমাননাকারীর মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছে।
বিপ্লব চন্দ শুভকে গ্রেপ্তার কারা পর সে পুলিশকে বলেছে, এই কাজ তার নয়। তার ফেসবুট আইডি হ্যাক করে অন্যকেউ এই কাজ করেছে।

নের ফেসবুক আইডি হ্যাক করে মহানবীকে কটূক্তি করা হয়। সংঘর্ষে হতাহতের পর ঘটনাস্থলে বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করা হয়।  iqna

captcha