IQNA

ডিলিট করা হল দায়েশের টিকটক ভিডিও

5:05 - October 24, 2019
সংবাদ: 2609496
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গী সংগঠন দায়েশ তথা আইএস টিকটক ব্যবহার করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: টিকটক ভিডিওতে আইএস সদস্যদের অস্ত্র ও লাশ নিয়ে মহড়া দিতে দেখা গেছে। আইএস সমর্থকরা এই ভিডিও ফিল্টার ব্যবহার করে সেসব বহুল ভাবে ছড়িয়ে দিচ্ছে। এরকমই একটি ভিডিওতে দেখা যায়, একদল নারী বলছেন, ‘আমরা জিহাদি এবং আমরা গর্বিত।’

অন্য এক ভিডিওতে কিছু আইএস সদস্যদের গান গাইতে দেখা যায়। যেখানে তারা মৃত্যুর আগ পর্যন্ত তারা আইএস’র আনুগত্য স্বীকার করছে বলে দেখা গিয়েছে। যদিও সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনগুলোর জন্য টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর এবং বিভিন্ন সূত্রের সাহায্যে অনেক ভিডিও ও ২৪ টি একাউন্ট বাজেয়াপ্ত করা হয়। এ সকল ভিডিও চিহ্নিত করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স শেয়ারিং সংস্থা ‘স্টারফুল’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিষয়ে সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’র চিফ এক্সিকিউটিভ ইমরান আহমেদ বলেন, ‘এই ধরনের কাজ কর্মের ধারার সাথে উগ্রবাদ ছড়ানোর এক গভীর মিল তারা খুঁজে পেয়েছেন যা বহু উগ্রবাদী সংগঠন ব্যবহার করে থাকে।’

তিনি আরো বলেন, ‘টিকটকের নীতিমালা অনুযায়ী কোন সংগঠন টিকটককে উস্কানিমূলক কিংবা উগ্রতা ছড়ানোর কাজে ব্যবহার করতে পারবে না এবং এটি আশা করা যায় যে টিকটক কর্তৃপক্ষ এই কর্মকাণ্ড রোধে সহায়তা করবে।’

টিকটক কর্তৃপক্ষ এর জবাবে বলেন, ‘এই ধরনের বিষয় সংবলিত কোন ভিডিও তারা প্রকাশ করার অনুমতি দেন না। আর প্রকাশ করা হলেও সেই অ্যাকাউন্ট চিহ্নিত করে তা স্থায়ীভাবে বাতিল করা হয়ে থাকে। এই ধরণের ঘটনা এড়াতে তাদের বেশ কয়েকটি দল নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।’  iqna

captcha