IQNA

'পরমাণু-আলোচনা ও সমঝোতায় কোনো সুফল পায়নি ইরান'

21:11 - November 08, 2019
সংবাদ: 2609590
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব-সাম্রাজ্যবাদের প্রতি ইরানি জনগণের ঘৃণা প্রকাশ তাদের বিচক্ষণতা ও দূরদর্শিতাকেই তুলে ধরেছে। আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, বিশ্ব-সাম্রাজ্যবাদী মার্কিন সরকার মানবতা, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি হুমকি।

গত ৪ (চার) নভেম্বর সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের শোভাযাত্রায় ইরানের সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণের অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেছেন, ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে শত্রুতায় গত ৪০ বছরে মার্কিন সরকার সব ধরনের ষড়যন্ত্র করেছে।

হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেন, ৫ যোগ এক তথা ছয় বড় শক্তির সঙ্গে পরমাণু বিষয়ে ইরানের আলোচনা ও এ বিষয়ক সমঝোতার ফল কি হয়েছে? নিষেধাজ্ঞাগুলো কি তুলে নেয়া হয়েছে? নিষেধাজ্ঞাগুলো তো তুলে নেয়া হয়নি, বরং নতুন নতুন নিষেধাজ্ঞা যোগ হয়েছে।

তিনি অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় প্রতিভাবান, বিপ্লবী ও কর্মক্ষম যুব-সমাজকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে ক্ষেপণাস্ত্র শিল্পের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, এ শিল্পে প্রতিভাবান যুব সমাজের অংশগ্রহণ জাতির সম্মান বাড়িয়েছে ও প্রতিরোধ যুদ্ধগুলোতেও বিজয় এনে দিয়েছে।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব কাযেম সিদ্দিকি মার্কিন সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারে ইরান সরকারের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, অন্য দেশগুলোর সাহায্যের অপেক্ষায় থাকা বা অন্যদের প্রতি আশাবাদী হওয়া সমস্যা কমাবে না, বরং বাড়াতেই থাকবে।  iqna

captcha