IQNA

আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি:

ইরাকের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে

9:52 - November 09, 2019
সংবাদ: 2609598
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল কারবালায় জুমার নামাজের খুতবায় খতিব শাইখ আব্দুল মাহদী আল-কারবালায়ী ইরাকে সাম্প্রতিক ঘটনার বিষয়ে আয়াতুল্লাহ সিস্তানির গুরুত্বপূর্ণ বানী পড়ে শুনিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি’র প্রতিনিধি শাইখ আব্দুল মাহদী আল-কারবালীয় গতকাল জুমার খুতবায় বলেছেন: শত্রুরা ইরাকের জাতীয় স্বার্থ ক্ষতি করার লক্ষ্যে দেশের অভ্যন্তরের পরিস্থিতিকে বিশৃঙ্খলায় পরিণত করার চেষ্টা করছে।
জুমার নামাজের খুতবায় আল-কারবালায়ী ইরাকে শান্তিপূর্ণ বিক্ষোভের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন: রাজনৈতিক দলগুলিকে অবশ্যই প্রতিবাদকারীদের দাবির প্রতি সাড়া দিতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের দাবিগুলির প্রতিক্রিয়া জানিয়ে সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন: প্রতিবাদের শান্তিপূর্ণ প্রকৃতি বজায় রাখতে হবে। প্রতিবাদের নামে সহিংসতার অনুমতি নেই। সহিংসতার ফলে দেশের অভ্যন্তরে খারাপ প্রভাব বিস্তার করবে।
আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি আরও বলেন: ইরাকের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভের জন কাওকে বাধা দিতে পারবে না এবং কাউকে জোরপূর্বক এই বিক্ষোভে অংশগ্রহণ করাতেও পারবে না। বিগত দশকগুলোয় যারা ইরাকি জনগণের দমনে জড়িত ছিলো এবং প্রতিবাদকারীদের মধ্যে সংস্কার আন্দোলনকে অপসারণ করার চেষ্টা করছে তাদের প্রভাব রোধ করতে।
সর্বশেষে তিনি বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের সাথে যুদ্ধ এবং ইরাক রক্ষায় সশস্ত্র বাহিনীর ত্যাগ ভুলে গেলে চলবে না।  iqna

 

captcha