IQNA

মসজিদ সম্প্রসারণের জন্য আমেরিকান মুসলিমদের আহ্বান

11:44 - November 09, 2019
সংবাদ: 2609599
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার মুসলিম অ্যাসোসিয়েশন সেদেশের প্রিন্স উইলিয়াম কাউন্টি এলাকার “দার আল-নুর” ইসলামিক সেন্টার এবং মসজিদ সম্প্রসারণের অনুমতি প্রদানের দাবি জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মসজিদ ও “দার আল-নুর” ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষগণ এই কমপ্লেক্সের জমির পরিধি ১২ হাজার বর্গমিটার থেকে ৮৮ হাজার বর্গমিটারে বাড়ানোর পরিকল্পনা করেছেন।
পরিধি বৃদ্ধি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই কমপ্লেক্সের সাথে নামাজখানা, অফিস স্পেস, বহুমুখী সংবর্ধনা হল, যুবকেন্দ্র, জিম, কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি একটি স্বাস্থ্য কেন্দ্র যুক্ত করা।
বর্তমানে এই মসজিদে একসাথে ৫০২ জন মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম। তবে কর্তৃপক্ষ তাদের নতুন পরিকল্পনা অনুযায়ী মসজিদ সম্প্রসারণ করবেন এবং সম্প্রসারণের পর মসজিদে একসাথে ৭৮২ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও পার্কিংয়ের পরিধি বাড়ানোর সাথে সাথে গাড়ির সংরক্ষণের ধারণ ক্ষমতা বাড়বে।
উল্লেখ্য যে, আগামীকাল এ ব্যাপারে টাউন প্ল্যানিং কমিশনের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।  iqna

captcha