IQNA

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়:

নাঙ্গারহারে দায়েশের ৯৫ শতাংশ কেন্দ্র ধ্বংস করা হয়েছে

22:01 - November 12, 2019
সংবাদ: 2609623
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নাঙ্গারহারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৯৫ শতাংশ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নাঙ্গারহারে দায়েশ বিরোধী সামরিক অভিযান চালানো হয়েছে। এই অভিযানের ফলে এই সন্ত্রাসী গোষ্ঠী ৯৫ শতাংশ কেন্দ্র ধ্বংস হয়েছে। এই সন্ত্রাসী গ্রুপের বেশিরভাগ কেন্দ্র এই প্রদেশে অবস্থিত।
আফগানিস্তানের নাঙ্গারর প্রদেশের কেন্দ্রীয় শহর জালালাবাদে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাসউদ আন্দরবি ঘোষণা করেছেন: সন্ত্রাসী নিধন অপারেশন সফল হয়েছে এবং সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। এই অভিযান এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন: দায়েশের ছোট ছোট গ্রুপের সন্ত্রাসীরা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। শীঘ্রই আফগানিস্তানের অন্যান্য শহরে দায়েশ নিধন অভিযান শুরু করা হবে।  iqna

 

captcha