IQNA

দলে দলে দায়েশের সদস্যরা আত্মসমর্পণ করছে

23:22 - November 15, 2019
সংবাদ: 2609640
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের বেশ কিছু সদস্য সেদেশের সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগান সংবাদ উৎস ঘোষণা করেছে: নাঙ্গারহার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বেশ কিছু সদস্য ১৩ই নভেম্বর আফগান সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে।
দায়েশের সদস্য ছাড়াও দায়েশের অন্তর্গত নারী ও শিশুদেরও আত্মসমর্পণ করতে দেখা গেছে। এপর্যন্ত প্রায় দায়েশের ৩০ জন সদস্য আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারীদের মধ্যে অধিকাংশই পাকিস্তানের নাগরিক।
রাশিয়ান ফেডারেল নিরাপত্তা পরিষেবা পূর্বে ঘোষণা করেছিল: মার্কিন গোয়েন্দা সংস্থা দায়েশী সদস্যদের আফগানিস্তানের উত্তরাঞ্চলে সেনা স্থানান্তর করেছে।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাসুদ আনাদারাবী গত রবিবার বলেছেন: আফগানিস্তানে দায়েশ পরাজিত হয়েছে। আফগানিস্তান আর এই সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না।  iqna

 

captcha