IQNA

ইমাম মাহদীর(আ.) হুকুমতে নবীগণের ভূমিকা

19:31 - November 21, 2019
সংবাদ: 2609675
বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী, ক্রমান্বয়ে নবীগণেল রাজয়াত হবে। একদল ইমাম মাহদীর সাথে আসবেন, কিছু ইমাম হুসাইনের সাথে আবার কিছু সংখক আসবেন ইমাম আলী ও অন্যান্য ইমাদের সাথে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহান আল্লাহ সকল নবীদের কাছ থেকে প্রতিশ্রুত নিয়েছেন। আর তা হল ইমাম মাহদীকে সাহায্য করার প্রতিশ্রুতি। আল্লাহর প্রেরিত সকল নবী পুনরায় দুনিয়াতে ফিরে আসবেন। আর শুধুমাত্র ইমাম হুসাইনের সাথে ফিরে আসবেন ৭০ জন নবী। আর ইমাম মাহদীর(আ.) সাথে ফিরবেন হযরত ঈসা, খিজিরসহ আরও অনেক নবী।

বহু হাদিস রয়েছে যাতে বর্ণিত হয়েছে যে, সকল প্রকৃত এবং খালেস বান্দাদের রাজয়াত হবে। আর প্রকৃত কাফের ও মুশরিকদেরও রাজয়াত হবে। যেহেতু সকল নবী এবং ইমামগণ আল্লাহর খালেস বান্দা এবং প্রকৃত ঈমানদার ছিলেন সুতরাং তাদের সবার রাজয়াত হবে।

সূরা গাফেরের ৫১ নং আয়াতে বর্ণিত হয়েছে: আল্লাহ সকল নবীদের দুনিয়াতে সাহায্য করবেন। কিন্তু নবীরা দুনিয়াতে সাহায্য পান নি। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: এই আয়াতে রাজয়াতের সময়কে বলা হয়েছে।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন: إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ আমি সাহায্য করব রসূলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দন্ডায়মান হওয়ার দিবসে।

ইমাম সাদিক(আ.) এই আয়াতে তাফসীরে বলেছেন: এই আয়াতের দৃষ্টান্ত হচ্ছে রাজয়াত। কেননা অনেক নবীই তাদের যুগে সাহায্য প্রান্ত হননি এবং তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল অনরূপভাবে অনেক ইমামকে আন্যায়ভাবে শহীদ করা হয়েছে।

ইমাম সাদিক(আ.) আরও বলেছেন: হযরত ইলিয়াস নবীর রাজয়াত হবে ইমাম মাহদীর সময়ে। কেননা হযরত ইলিয়াস ইমাম সাদিকের সাথে কাবা ঘরে দেখা করেন এবং বলেন আমি হচ্ছি ইলিয়াস নবী এবং ইমাম মাহদীর যুগে ফিরে আসব।

captcha