IQNA

সিরিয়ায় মাইন বিস্ফোরণে হতাহত ১৮

12:10 - November 25, 2019
সংবাদ: 2609696
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দির আল-জুর শহরে দায়েশের রেখে যাওয়া ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে ১৮ শিশু হতাহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দির আল-জুর শহরের পূর্বাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের রেখে যাওয়া ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে ১৮ শিশু হতাহত হয়েছে।

দির আল-জুর শহরের অদূরে “আল-তাইয়্যেবা” গ্রামের একটি স্কুলে এই বিস্ফোরণ ঘটেছে।

এই বিস্ফোরণের ফলে ৬ থেকে ১৩ বছরের ১৭ জন শিশু আহত এবং ১ জন শিশু নিহত হয়েছে। হতাহত সকলকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে দুই জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ায় বেশ কয়েক বছর সহিংসতা চালিয়েছে। এসময় তারা সেদেশের বিভিন্ন শহর ও গ্রামের রাস্তা ও চাষাবাদ জমিতে ল্যান্ডমাইন পুতে রেখেছে। আর এরফলে মাঝেমধ্যেই মাইন বিস্ফোরণের ফলে অনেক বেসামরিক ব্যক্তি হতাহত হচ্ছে।  iqna

captcha