IQNA

কাতারে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিনিধির ঈর্ষণীয় সাফল্য

20:45 - December 05, 2019
সংবাদ: 2609772
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাতারে ২৬তম শেইখ জাসিম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় কাতারে বসবাসকৃতা বাংলাদেশের ৪ প্রতিনিধি শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।

কাতারে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিনিধির ঈর্ষণীয় সাফল্যআল আরব নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২৬তম শেইখ জাসিম কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২য় ডিসেম্বর দুপুরে কাতারের রাজধানী দোহার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

 

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার তুলে দেন কাতারের এনডোমেন্টস মন্ত্রী “গাইস বিন মোবারক আল-কাভারী”।

 

এই প্রতিযোগিতা কাতারের অধিবাসী এবং সেদেশে বসবাসরত বিদেশী অধিবাসীদের জন্য অনুষ্ঠিত হয়েছে। ২৬তম শেইখ জাসিম কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ জন হাফেজ দৃষ্টিনন্দন সাফল্য অর্জন করেছেন।

 

এই প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রথম বিভাগটি কাতারের স্থায়ী নাগরিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এই বিভাগে তাজবিদ এবং তারতিল সহকারে সম্পূর্ণ কুরআন হেফজের আলোকে কাতারের স্থানী নাগরিকগণ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। এই বিভাগে উম্মাতুর রহমান আব্দুর রহিম আহমাদ মাহমুদ তাহান, আমিনা আব্দুর রহমান আহমাদ মাহমুদ মুহাম্মাদ তাহান, আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল-হামারী, আলী আব্দুর রাশিদ শেইখ আলী সুফী এবং মারিয়াম মুহাম্মাদ খলিল বাহাউদ্দীন আল-মুড়াগী যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।

 

দ্বিতীয় বিভাগটি যেসকল বিদেশী নাগরিক কাতারের নাগরিকত্ব পেয়েছেন তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এই বিভাগে লিবিয়ার আহমাদ নাজি আল-রাহাল সায়দ, পাকিস্তানের আব্দুল নাসির রিয়াজুদ্দিন, বাংলাদেশের তাফিল আহমাদ হাফিজ তোয়া আব্দুস সালাম, সিরিয়ার হামদ নাজিব মুহাম্মাদ নিয়সান আল-সাইয়্যেদ এবং বাংলাদেশের মেহনাদ মুহাম্মাদ আওয়াল হাফিজুল্লাহ যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।

 

তৃতীয় বিভাগটি কাতারে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এই বিভাগে মিশরের মুহাম্মাদ ইউনুস ইব্রাহিম আলী, বাংলাদেশের খাদিজা হাফেজ মুহাম্মাদ ফাখরুল হাদী, পাকিস্তানের মুহাম্মাদর ক্বারি মুহাম্মাদ সাদিক রাশিদ, মিশরের ইসলাম ইব্রাহিম মুহাম্মাদ আলী এবং বাংলাদেশের আব্দুল ওহাব ইউসুফ আহমাদ যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।

 

তিনটি বিভাগই তাজবিদ এবং তারতিল সহকারে সম্পূর্ণ কুরআন হেফজের আলোকে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানে উত্তীর্ণদের মাঝে যথাক্রমে একলক্ষ কাতারি রিয়াল, ৮৫ হাজার কাতারি রিয়াল, ৭০ হাজার কাতারি রিয়াল, ৬০ হাজার কাতারি রিয়াল এবং ৫০ হাজার কাতারি রিয়াল বিতরণ করা হয়েছে।

 

২৬তম শেইখ জাসিম কুরআন প্রতিযোগিতার বাছাই পর্বের প্রথম পর্বটি ১৬ থেকে ২‌১শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্বটি ২৩ ও ২৪শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান ২৫ ও ২৬শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছ এবং ২য় ডিসেম্বর দুপুরে কাতারের রাজধানী দোহার শেরাটন হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।  iqna

captcha