IQNA

হযরত মুহাম্মদ (সা.) কে কটূ'ক্তি করা যাবে না: ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস

22:19 - December 05, 2019
সংবাদ: 2609773
আর্ন্তজাতিক ডেস্ক: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’কে কটূ'ক্তি করা যাবে না এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে বলে এক আদেশ জারি করেছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)। সংস্থাটি জানায়, সমাজে বিশৃ'ঙ্খলা-বিদ্বে'ষ সৃ'ষ্টি করে এমন ধর্মীয় কটূ'ক্তি করা যাবে না। এটা অন্যায়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ২০০৯ সালের অস্ট্রীয় নাগরিক মিসেস এস ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক দুটি সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর বিয়ে ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে কটূ'ক্তি করা নিয়ে একটি মামলা গড়ায় অস্ট্রীয় আদালতে।বৃহস্পতিবার অস্ট্রিয়ার নিম্ন আদালতের সাত জন বিচারক রায় দেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’এর নামে কোন কটূ'ক্তি করা যাবে না। অস্ট্রীয় আদালতের রায়কে সমর্থন জানিয়ে ইসিএইচআর জানায়, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মানুষের দায়িত্ব।

অন্য ধর্মের অনুসারিদের অনুভূ'তিকে সুর'ক্ষিত রাখতে, সমাজ ও ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় এই রুল জারি করা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে অভিযোগ প্রমাণের ভিত্তিতে অভিযু'ক্ত ওই নারীকে ৫৪৮ ডলার অর্থদ'ণ্ড দেওয়া হয়। অভিযু'ক্ত ওই নারীর পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্টও নারীর এ আপিল বাতিল করে দেয়।
সূত্র: mtnews24

captcha