IQNA

শেইখ জাকজাকিকে কাদুনার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

0:13 - December 06, 2019
সংবাদ: 2609778
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাদুনা রাজ্যের সুপ্রিম কোর্ট সেদেশের শিয়া নেতা এবং ইসলামি আন্দোলনের প্রধান শেইখ ইব্রাহিম জাকজাকিকে উক্ত প্রদেশের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করতে সম্মত প্রদান করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাদুনা রাজ্যের গভর্নর সেদেশের সুপ্রিম কোর্টে অসুস্থ শেইখ জাকজাকি এবং তার স্ত্রীকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার আহ্বান জানিয়েছে। গভর্নরের এই আহ্বানে সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করেছে।


শেইখ জাকজাকি অসুস্থতা সত্ত্বেও আদালত তার চিকিৎসার ব্যাপারে কোনো কিছুই উল্লেখ করেননি। ধর্মীয় আলেমের বিরুদ্ধে আনিত অভিযোগের পরবর্তী শুনানি ২০২০ সালের ‌‌‌‌৬ষ্ঠ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে।


নাইজেরিয়ার একটি আদালত ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ জাকজাকি এবং তার স্ত্রীকে নির্দেশ ঘোষণা করলেও এখনও কোন কারণ ছাড়া তাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাদের মুক্ত করার জন্য সরকার এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেনি।


২০১৬ সালে ফেডারেল সুপ্রিম কোর্ট শেইখ জাকজাকি এবং তার স্ত্রীকে নির্দেশ ঘোষণা করে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলো এবং তাদের অব্যাহত বন্দিদশাকে অবৈধ ঘোষণা করেছে। এসত্ত্বেও কোন কারণ ছাড়া এখনও তাদেরকে অন্যায় ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।  iqna

 

captcha