IQNA

নিরাপত্তা বাহিনীর কাছে দায়েশের ১৪৫০ সেনার আত্মসমর্পণ: আফগানিস্তান

0:02 - December 07, 2019
সংবাদ: 2609785
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: বিগত এক মাসে নিরাপত্তা বাহিনীর কাছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ১৪৫০ জন সদস্য আত্মসমর্পণ করেছে।

সংবাদ সংস্থা স্পুটনিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে: বিগত এক মাসে নিরাপত্তা বাহিনীর কাছে পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশ থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৪৫০ জন সদস্য আত্মসমর্পণ করেছে।


তথ্য অনুযায়ী, এসকল সদস্যদের মধ্যে দায়েশের সাথে বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজে ৪১৩ জন সদস্য সরাসরি জড়িত ছিল।


দায়েশের যেসকল সদস্য আফগান নিরাপত্তা বাহিনীর নিকটে আত্মসমর্পণ করেছে, তারমধ্যে অনেক বিদেশি সদস্য রয়েছে। বর্তমানে নাঙ্গারহার প্রদেশে দায়েশের সাথে জড়িত ৮৮৮ জন শিশু ও নারী আফগান নিরাপত্তা বাহিনীর তদারকিতে রয়েছে।  iqna

 

captcha