IQNA

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করবে সুদান

14:19 - December 07, 2019
সংবাদ: 2609786
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক বলেন, ইয়েমেন থেকে সুদানের সকল সৈন্যদের প্রত্যাহার করা হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সেনা ফিরিয়ে নিতে চান সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক। তিনি বলেছেন, ইয়েমেন ইস্যুতে রাজনৈতিক সমাধানের পক্ষে তার দেশের ভূমিকা থাকা উচিত।

আব্দুল্লাহ হামদুক বলেন, “ইয়েমেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই; এক্ষেত্রে আমরা কিংবা বিশ্বের কোনো দেশ সামরিক সমাধান দিতে পারবে না।”

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলকে তিনি আরো বলেন, “ওমর আল-বশিরের অধীনে শুরু হওয়া ইয়েমেনের সামরিক সংঘাতের উত্তরাধিকারী তাঁর সরকার। ইয়েমেন সংকট অবশ্যই রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং আমার দেশ ইয়েমেনের ভাই-বোনদেরকে সহযোগিতার চেষ্টা করবে।”

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে যে কয়টি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে সুদান তার অন্যতম। ইয়েমেন আগ্রাসনে বড় রকমের অবদান রাখা সুদান ২০১৬-১৭ সালে ৪০ হাজার সেনা মোতায়েন করেছিল। তবে হামদুক জানান, ইয়েমেনে বর্তমানে সুদানের বেশি সেনা নেই।

ওমর আল-বশিরের সময় থেকেই অনানুষ্ঠানিকভাবে সুদানী বাহিনী সৌদি জোটের সাথে একত্রিত হয়ে হুতি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। গতমাসে আনসারুল্লাহর মুখপাত্র ঘোষণা করেছেন: ২০১৫ সাল থেকে এ পর্যন্ত সুদানের ৪ হাজর সেনা নিহত হয়েছে।  iqna

 

captcha