IQNA

পুনরায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

17:34 - December 07, 2019
সংবাদ: 2609787
আন্তর্জাতিক ডেস্ক: ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। বেশ কিছু দিন এই আলোচনা বন্ধ থাকার পর আবারও কাতারে মার্কিন কর্মকর্তা এবং তালেবানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। তালেবানের ঘনিষ্ঠ কিছু তথ্য এখবর জানিয়েছে।

তুলু নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মার্কিন সূত্রগুলি বলছে, আজ দোহায় যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু করেছে। আলোচনার শুরুতে সহিংসতা হ্রাসের উপর গুরুত্বারোপ করা হবে এবং পরবর্তীতে আফগানী এবং যুদ্ধবিরতিদের সম্পর্কিত আলোচনার মনোনিবেশ করা হবে।

এদিকে সংবাদ সংস্থা জুমহুরি উল্লেখ করেছে, এই আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে।

এজন্য আফগানে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি যালমী খলিলজাদ বুধবার (৪র্থ ডিসেম্বর) কাবুলে প্রবেশ করেছে এবং জাতীয় ঐক্য সরকারের কর্মকর্তা সাথে এবং আফগান রাজনীতিবিদদের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে কাতারে প্রবেশ করেছে।

খলিলজাদ গতসপ্তাহেও কাতারে তালেবান প্রতিনিধিদের সাথে চার দিন ব্যাপী অনানুষ্ঠানিক বৈঠক করেছে। এই বৈঠকটি টানা দুই মাস যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক স্থগিত থাকার পর আবারও নতুন করে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু করার ব্যাপারে সংগঠিত হয়েছে।

তালেবানের প্রাক্তন সদস্য সাইয়্যেদ আকবার আগা বলেছেন: এর পূর্বে যে নীতিমালায় স্বাক্ষর করা হয়েছে তাতে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত এবং আন্তঃ আফগানিস্তানের আলোচনা শুরু করার কথা উল্লেখ করা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।  iqna

 

 

captcha