IQNA

মুসলিম নাগরিককে হত্যার হুমকি/৫ বছরের জেলের সম্ভাবনা

18:11 - December 08, 2019
সংবাদ: 2609794
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার সিনেটের এক মুসলিম প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৫৩ বছর বয়সী “জোসেফ সিসিল ভ্যান্ডোর” নর্থ ক্যারোলিনা রাষ্ট্রের সিনেট প্রার্থী কাসিম রশিদকে হত্যার হুমকি দিয়েছে।

 

বৃহস্পতিবার (৫ম ডিসেম্বর) থেকে তার বিচার শুরু হয়েছে এবং বিচারকগণ ধারণা করছে অভিযুক্ত ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।


অভিবাসন আইন মামলায় আইনজীবী রাশিদ ২০১৮ সালের মার্চ মাসে ভ্যান্ডোরের হুমকিপূর্ণ চিত্র টুইটারে প্রকাশ করেছে এবং FBI-কে এ বিষয়কে অবগত করেছে।

 

পাকিস্তানের বংশোদ্ভূত রশিদকে ডেমোক্র্যাট পার্টি রাজ্য সিনেট নির্বাচনে মনোনীত করেছিল এবং শেষ পর্যন্ত তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান।  iqna

captcha