IQNA

তিউনিসিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনের কিছু ছবি

17:18 - December 10, 2019
সংবাদ: 2609805
আন্তর্জাতিক ডেস্ক: কুরআন হেফজ, তাফসির এবং তাজবিদের আলোকে অনুষ্ঠিত ১৭তম “তিউনিসিয়া অ্যাওয়ার্ড” আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনে হেফজ বিভাগে ছয় জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। উক্ত কুরআন প্রতিযোগিতা সেদেশের “আল-যায়তুন” মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রথম দিনে ওমানের আমজাদ হালাল মুহাম্মাদ আলবু সায়িদী, আলজেরিয়ার হিছাম আল-ইয়াক্বিন বুলমাহদী, তিউনিসিয়ার মুহাম্মাদ আমির আল-তারিকী, জর্ডানের আসামা সালেহ মুহাম্মাদ আলী, বাহরাইনের ওমর হামিদ আবু বাকর মুহাম্মাদ জানাহী এবং লিবিয়ার আব্দুল ক্বাদির মিয়মার মেফতাহ একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।


তিউনিশিয়ায় অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি “দাওরাতুল ইমাম আল-হাসান বিন খালাফ বিন বালিমাহ আল-কাইরুনি” শিরোনামে ৭ম ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে। ইমাম আল-হাসান বিন খালাফ বিন বালিমাহ আল-কাইরুনি তিউনিশিয়ার পঞ্চম হিজরির একজন প্রসিদ্ধ ক্বারি ছিলেন। উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা টানা ১৩ই ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। বিশ্বের ২১টি দেশের প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে হুসাইন পুর কাভির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।   iqna

captcha