IQNA

সুইডেনের গির্জায় বেজে উঠল আযানের সুমধুর ধ্বনি

18:45 - December 11, 2019
সংবাদ: 2609814
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সুইডেনের উত্তরাঞ্চলের একটি গির্জায় বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের অনুসারীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে গির্জার পরিবেশ আযানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়েছে।

স্পুটনিক নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইডেনের পাজালা শহরের কুরপিলুম্বুলাম গির্জায় “ইউরোপীয় নাইট ফেস্টিভাল” শিরোনামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।


এই অনুষ্ঠানের এক প্রান্তে "মানবতার জন্য প্রার্থনা"র নামকরণে আযান প্রদান করা হয়েছে। “ইউরোপীয় নাইট ফেস্টিভাল” অনুষ্ঠানটি ২০০৫ সালে ডেনমার্কে প্রকাশিত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে নিয়ে অপমানজনক ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এই ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল।


চার্চের পরিচালক যাজক আকে নর্ডলুন্ডের বলেছেন: এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর মূল উদ্দেশ্য ধর্ম নির্বিশেষে শান্তির জন্য সাধারণ আকাঙ্ক্ষা প্রকাশ করা।


তিনি বলেন: হয়ত কেউ কেউ এটিকে বিতর্কিত বলে ধারণা করতে পারে। তবে আমরা এর মূল্যায়ন করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই অনুষ্ঠানটি চার্চে সম্পন্ন করা যেতে পারে। iqna

captcha