IQNA

পিজিসিসি'র বিবৃতি: কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান

22:08 - December 11, 2019
সংবাদ: 2609816
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র শীর্ষ সম্মেলন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাকে ধ্বংসাত্মক বলে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বিবৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এ অঞ্চলের আরো কয়েকটি দেশের ব্যাপারে আরব দেশগুলোর এ ধরনের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি পরিহার করা জরুরি।

গতকাল পিজিসিসি'র চল্লিশতম শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সব দেশের ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। এর পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে পিজিসিসি। পারস্য উপসাগরে তিনটি দ্বীপ নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সে ব্যাপারেও আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে ওই বিবৃতিতে।

আব্বাস মুসাভি ছয় জাতির এ সংস্থাকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং উস্কানিমূলক মন্তব্যের পরিবর্তে সহযোগিতার পথ বেছে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গির কারণে আঞ্চলিক ইস্যুতে এসব দেশ ধ্বংসাত্মক প্রবণতা এবং অপরিণামদর্শী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে পিজিসিসি'র দৃষ্টিভঙ্গি নিতান্তই তার প্রতি সমর্থনের কথা তুলে ধরে। iqna

 

captcha