IQNA

তেহরানের জুমার খতিব;

ঈমান ও উত্তম কর্মের মধ্যে কোন পার্থক্য নেই

16:35 - December 13, 2019
সংবাদ: 2609824
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি আজ (১২ই ডিসেম্বর) জুমার নামাজের খুতবায় «عمل صالح»/"আমালে সালেহ" (উত্তম কর্ম)-এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, পবিত্র কুরআনে যেসকল স্থানে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক তার পাশেই উত্তম আমলের কথাও উল্লেখ রয়েছে: «الذین آمنوا و عملوا الصالحات» যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে।

বার্তা সংস্থা ইকনা: তিনি ঈমান ও উত্তম কর্মের ব্যাখ্যা দিয়ে বলেছেন: কিছু মানুষ ঈমান ও উত্তম কর্মের ক্ষেত্রে বড় ভুল করে। তারা মনে করে যে, এই দু'টি সম্পূর্ণ পৃথক। তাদের মতে, এই দুয়ের মধ্যে কোন সম্পর্ক নেই অর্থাৎ ঈমান এক জিনিস এবং উত্তম কর্ম অন্য জিনিস। অথচ, রেওয়ায়েতে বলা হয়েছে, "সমস্ত বিশ্বাসই সমস্ত কর্ম"।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি আরও বলেছেন, যেখানে উত্তম কর্ম নেই, সেখানে ঈমানও নেই। এমনকি যদি কোন মানুষ কিছু স্থানে সংক্ষিপ্ত আকারে কয়েকটি উত্তম কর্ম সম্পন্ন করে, তাহলেও সেখানে ঈমানের অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে ঈমান এই মহত্বের কাজের সাথে সর্বদা জড়িত রয়েছে।

তিনি বলেন: ইমাম আলী (আ.) বলেছেন: মহান আল্লাহ চারটি জিনিস অপর চারটি জিনিসের মধ্যে লুকায়িত করেছেন; ইবাদতের মধ্যে তাঁর সন্তুষ্ট, পাপকর্মের মধ্যে তাঁর ক্রোধ, দোয়ার মধ্যে তাঁর সম্মতি এবং বান্দাদের মধ্যে তাঁর প্রেরিত নবী ও রাসূল। আর এরফলে সকলে ইবাদত করবে, পাপকর্ম ত্যাগ করবে, সর্বদা দোয়া করবে এবং কোন বান্দাকেই অবজ্ঞা ও অপমান করবে না।

তিনি তার খুতবার অপর প্রান্তে বলেন: শত্রুরা নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে পারবে না। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

জুমার নামাজের খতিব আরও বলেন, শত্রুরা ইরানের অর্থনৈতিক ক্ষতি করতে সব ধরণের ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু তারা সফল হতে পারবে না। তিনি বলেন, শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একইসঙ্গে তিনি জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আজকের জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা আমেরিকার বিদ্বেষী নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলাম ভিত্তিক স্বাধীনচেতা নীতি অনুসরণ করার কারণে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওষুধ আমদানিতেও তারা বাধা সৃষ্টি করছে। iqna

 

captcha