IQNA

মুসলিম বিদ্বেষী মন্তব্য করল অস্ট্রেলিয়ান সিনেটর

16:30 - December 14, 2019
সংবাদ: 2609833
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষী এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান সিনেটর বলেছে যে, “সমস্ত মুসলমানের প্রতি আমার সন্দেহ হয়”।

living stonledger –এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাউলিন হ্যানসন, অস্ট্রেলিয়ায় ওয়ান ন্যাশনের প্রতিষ্ঠাতা ও নেতার চরম ডানপন্থী প্রবণতা রয়েছে। সম্প্রতি সে সকল মুসলমানদের প্রতি সন্দেহ পোষণ করেছে এবং যেসকল নারী বোরকা পরেন তাদেরকে সে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
অস্ট্রেলিয়ান চ্যানেল 9 টিভির একটি সাক্ষাৎরে হ্যানসনের নিকটে উপস্থাপক একজন ভাল মুসলিমের লক্ষণ সম্পর্কে জানতে চাইলে সে বলে: আমি বিশ্বাস করি এমন কিছু (মুসলমান) আছে যারা একটি শান্তিপূর্ণ এবং ভালভাবে জীবনযাপন করতে চায়। তবে কীভাবে তাদেরকে অন্যান্য মুসলমানদের থেকে আলাদা করা যায়?
অস্ট্রেলিয়ান সিনেটর স্কার্ফ ব্যবহারের সমালোচনা করে বলেছে: আমি মনে করি মুখ ঢেকে রাখা ভুল।যদি তারা এইভাবে জীবনযাপন করতে চায় এবং শরিয়া আইন মেনে চলতে চায় তবে আমি প্রস্তাব দেবো যেন তারা কোনও মুসলিম দেশে চলে যায়।
সে আরও দাবি করেছে: অস্ট্রেলিয়ার শহরতলিতে বসবাসের অবস্থার অবনতির কারণ মুসলিম অভিবাসন। আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে না দাড়ায় তাহলে অস্ট্রেলিয়া তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবে।  iqna

captcha