IQNA

হামবুর্গ ইসলামিক সেন্টার প্রকাশ করেছে;

হযরত ঈসা (আ.)এর জন্মদিন সম্পর্কে তিনটি ভিন্ন মতামত

21:57 - December 27, 2019
সংবাদ: 2609917
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি হামবুর্গ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যিশুখ্রিস্ট তথা হযরত ঈসা (আ.)এর জন্মদিন সম্পর্কে তিনটি ভিন্ন মতামত প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত ঈসা (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে হামবুর্গ ইসলামিক সেন্টার বিশ্বের সকল একেশ্বরবাদীদের অভিনন্দন জানিয়ে ঘোষণা করেছে: অনেক খ্রিষ্টানদের মতে ২৫শে ডিসেম্বর হযরত ঈসা (আ.)এর জন্মদিন। তবে খ্রিস্টানদের মধ্যে হযরত ঈসা (আ.)এর জন্মদিন সম্পর্কে মতবিরোধ রয়েছে।

 

ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং কিছু অর্থোডক্স খ্রিস্টানের মতে হযরত ঈসা (আ.) ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। তবে অনেক অর্থোডক্স খ্রিস্টানরা বিশ্বাস করেন যে, তিনি ৭ম ডিসেম্বর (দুই সপ্তাহ পর) জন্মগ্রহণ করেছেন।

 

এছাড়াও আর্মেনিয়ান খ্রিস্টানরা বিশ্বাস করেন যে, হযরত ঈসা (আ.) ৬ম ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। তবে যেমনটি উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ খ্রিস্টানরাই ২৫শে ডিসেম্বর হযরত ঈসা (আ.)এর জন্মদিন পালন করেন। iqna

captcha