IQNA

পাকিস্তানের একটি স্কুলে ইসরাইলি পতাকা উড্ডয়নে ক্ষুব্ধ জনতা

20:39 - December 29, 2019
সংবাদ: 2609929
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আইবাতাবাদ শহরের একটি স্কুলে ইসরাইলের পতাকা উড্ডয়নের ফলে সেদেশের জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উম্মত করাচী সংবাদপত্র প্রকাশ করেছে: খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইবাতাবাদ শহরের একটি স্কুলে ইসরাইলের পতাকা উত্তোলন করা হয়েছে।


আইবাতাবাদ শহরের আধুনিক বিদ্যালয়ে অনুমোদন ছাড়া একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি জায়নিস্ট সরকারের পতাকাও উত্তোলন করা হয়েছিল।


স্কুল কর্তৃপক্ষে জানিয়েছে, তারা ইসরাইলি পতাকা উত্তোলনের বিষয়ে অবগত ছিল না এবং এই পতাকাটি ভুলবশত উত্তোলন করা হয়েছে।


পাকিস্তানের নাগরিক আসাদ জাভেদ খান এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন এবং তিনি এ ব্যাপার বলেন: IMUN নামে একটি বেসরকারি সংস্থা যুবকদের ভ্রান্তি পথে ধাবিত করছে। IMUN সংস্থাটি এই স্কুলে একটি বৈঠক করেছে এবং সেখান ইসরাইলের পতাকা উত্তোলন করেছে। অবশ্য এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।  iqna

 

captcha