IQNA

হাশদ আশ-শাবির ঘাঁটিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালেন আয়াতুল্লাহ সিস্তানি

22:35 - December 31, 2019
1
সংবাদ: 2609944
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি তার দেশের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির ঘাঁটিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দখলদার সেনাদের এ হামলাকে তিনি ইরাকের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রোববার দিনের শেষ বেলায় হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে আগ্রাসী মার্কিন বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

আয়াতুল্লাহ সিস্তানি সোমবার এক বিবৃতি প্রকাশ করে ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশটিতে যেকোনো আগ্রাসী তৎপরতা চালানো থেকে বিরত থাকতে দখলদার সেনাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইরাক সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেয়া উচিত যাতে দখলদার সেনারা আর এ ধরনের জঘন্য হামলা চালানোর সাহস না পায়। আয়াতুল্লাহ সিস্তানি বলেন,ইরাককে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি ও সংঘর্ষের ময়দান হিসেবে ব্যবহার করতে দেয়া যাবে না।

আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্রদের প্ররোচনায় গঠিত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাশদ আশ-শাবি।

২০১৪ সালে দায়েশ ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়ার পর প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির এক ফতোয়া অনুযায়ী দায়েশ দমনের লক্ষ্যে হাশদ আশ-শাবি গঠিত হয়। ২০১৬ সালে ইরাকের পার্লামেন্টে আইন পাস করে এই বাহিনীকে ইরাকের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। iqna

 

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
سبحان الله
captcha