IQNA

হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাজারের পতাকা পরিবর্তন + ছবি

20:59 - January 02, 2020
সংবাদ: 2609959
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিপ্লবের মহামান্য নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী’র প্রতিনিধির উপস্থিতিতে সিরিয়ায় হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাজারের পতাকা পরিবর্তন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আকিলাতুল বানী হাশিমের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এই মহীয়সী নারীর পবিত্র মাজারে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে। নতুন পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আবুল ফাজল তাবাতাবায়ী আশকাজারী উপস্থিত ছিলেন।
আমিরুল মু'মিনিন আলী (আ.) ও খাতুনে জান্নাত ফাতেমা যাহরার (সা. আ.) সুযোগ্য কন্যা হযরত যায়নাব (সা. আ.); এ মহীয়সী নারী আকিলাতুল বানী হাশিম নামে প্রসিদ্ধ। অর্থাৎ বনি হাশিমের সর্বাধিক জ্ঞানী নারী।
ষষ্ঠ হিজরীর ৫ই জমাদিউল আউয়াল ইসলামের ইতিহাসে এক বরকতময় দিন; কেননা এদিন জন্মগ্রহণ করেন রাসূলের (সা.) নাতী ও ইতিহাসের বাগ্মী নারী হযরত যায়নাব (সা. আ.)। তিনি ছিলেন হযরত আলী (আ.) এবং হযরত ফাতেমা (সা. আ.) এর তৃতীয় সন্তান। বিশ্বনবী (সা) মহান আল্লাহর নির্দেশে তার নাম রাখেন যায়নাব তথা পিতার অলঙ্কার। ইমাম হাসান ও হুসাইন (আলাইহিমুসসালাম) -এর ছোট বোন যায়নাব অনন্য ত্যাগ-তিতিক্ষা, খোদাভীতি, জ্ঞান, ধৈর্য, সাহস ও বাগ্মিতার জন্য খ্যাত ছিলেন। অসাধারণ জ্ঞানের জন্য তাঁকে বলা হত বনি হাশিমের আকিলা বা জ্ঞানী।
নতুন পতাকা উত্তোলনের কিছু ছবি নীচে তুলে ধরা হল:

iqna

captcha