IQNA

তেহরানের জুমার খোতবা:

এ যুগের মালেক আশতার ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি

20:04 - January 03, 2020
সংবাদ: 2609962
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার খতিব প্রথম খুতবায় জেনারেল কাসেম সোলাইমানির (রহ.) শাহাদাতের প্রতি ইঙ্গিত করে বলেন: ইমাম আলী (আ.)এর বেলায়ের রক্ষার জন্য যেমন মালেক আশতার তাঁকে অনুসরণ করে গিয়েছেন, ঠিক তেমনই আজ সেই বেলায়েত রক্ষার জন্য জেনারেল কাসেম সোলাইমানি (রহ.) শাহাদাত বরণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাটতামই বলেছেন, এখন থেকে আর মার্কিন সরকারের স্বার্থ বিশ্বের কোথাও নিরাপদ নয়।
মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস্‌ ব্রিগেডের প্রধান লে: জেনারেল কাসেম সোলাইমানির (রহ.) শাহাদতের নিন্দা জানিয়ে তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এই ঘোষণা দিয়েছেন।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শহীদ কাসেম সোলাইমানি (রহ.) ছিলেন অক্লান্ত মুজাহিদ, তিনি তার প্রচেষ্টায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস-কে ধ্বংস করেছিলেন।

শহীদ কাসেম সোলাইমানিকে মুসলিম বিশ্বের বরেণ্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আজ ইরাক, সিরিয়া ও লেবানন তাকে হারানোর শোকে গভীরভাবে সন্তপ্ত। আয়াতুল্লাহ খাতামি বলেন, এ অঞ্চলকে পুরোপুরি শত্রুমুক্ত করার সময় হয়েছে।

তিনি আরও বলেছেন, কাসেম সোলাইমানি সব সময় শাহাদাতের আকাঙ্ক্ষা করতেন, মার্কিন সরকার নিশ্চিতভাবে জেনে রাখুক সোলাইমানির রক্তের বদলা তাদের কাছ থেকে নেয়া হবেই।

আয়াতুল্লাহ খাতামি বলেন, শহীদ সোলাইমানির পথ-অনুসরণ অব্যাহত থাকবে এবং তা করিডোর বা সংযোগ-সড়ক-বিহিন থাকবে না।

আজ শুক্রবার ভোর বেলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর মার্কিন হেলিকপ্টারের রকেট হামলায় শহীদ হন ইরাক ও ইরানের এ দুই জনপ্রিয় বীর কমান্ডার। এ হামলায় তাদের কাছে ও সঙ্গে থাকা আরও প্রায় দশ জন শহীদ হয়েছেন।  iqna

 

captcha