IQNA

কাসেম সোলাইমানির জানাযায় অতিরিক্ত ভিড়ের চাপে ৬৩ জনের মৃত্যু

19:10 - January 07, 2020
সংবাদ: 2609992
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মশহর কেরমানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। এ অবস্থায় শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের চাপে মারা গেছেন অন্তত ৬৩ জন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এপর্যন্ত সাফা হাসপাতালে ২৩ জন নারী, ৮ জন পুরুষ এবং ৬ জন শিশু, বা-হোনার হাসপাতালে ১৫ জন, ফাতেমা যাহরা (সা. আ.) হাসপাতালে ৭ জন এবং তামিনে এজতেমায়ী হাসপাতালে ১ জনের লাশ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার চাপের কারণে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। এখনও কয়েকটি লাশের পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে কয়েকজনের নাম নিম্নরূপ:
সেতায়েশ মীরজা খানী, ফাতেমা আমিরী পুর, যাহরা ফারদ, আসিয়া আর্জমান্দ, আমিনা আর্জমান্দ, কারিম আবাদী, আতেফা সাওয়াদ কুহি, ফাতেমা মুহাম্মাদী, মুহাম্মাদ কামালী, সেতায়েশ আকবারী, হালিমা ফারিয়াবী, যাহরা দেহকান, আলী রেজা মাহমুদ আবাদী, মানসুর মোহসেনী, মাহদীয়া মুহাম্মাদ আবেদপুর, সায়িদ বাকেরী, আর্জমান্দ তাজুদ্দিনী, যায়নাব নাহিরিযী, ফাতেমা হাশেমী, আমীর হাশেমী, ফাতেমা এফতেখারী, সুমাইয়া গুহারী, যাহরা গুহারী, মাহমুদ শাহী, আভীশ কুহশাহী, সালমান সুলাইমানী, সাইফুল্লাহ ইয়াভার আজিজ, মুহাম্মাদ রাসুল ইবরাহিমী, রেইহানা কারিমী, আতেফা ইসফান্দিয়ারী, আকরাম ইসফান্দিয়ারী, ফাতেমা কারবোসী, বেহদাদ আফরাসিয়াবী, আকবার আভীশ, কুবরা সালেহী, সেতায়েশ আকবার জাদেহ, আলী মাহমুদ আবাদী, আলী রেজা ফালাহী, মোহতারাম ইসকান্দারী, আলী মোহেব্বী, হাসান আমীর মাহানী এবং রেজা বাহরাম নেজাদ। iqna

captcha