IQNA

পুতিন এখন দামেস্কে

10:11 - January 08, 2020
সংবাদ: 2610002
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সফরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সিরিয়ায় রাশিয়ার সামরিক বাহিনীর কমান্ডারের একটি উপস্থাপনা দেখেন প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট আসাদ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল বাসার আল আসাদের সাথে এক সাক্ষাত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিরিয়ায় শান্তি ফিরেছে। সিরিয়ায় রুশ সৈন্য পাঠানোর পর দামেস্কে এটা পুতিনের প্রথম ও সিরিয়ায় দ্বিতীয় সফর।

উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে এবং দামেস্ক-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সহিংসতা শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ায় দায়েশ ও নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়।

প্রায় সাত বছরের যুদ্ধের পর সিরিয়ার সেনাবাহিনী ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। তবে এখনও সিরিয়ার কোনো কোনো এলাকা জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।  iqna

 

captcha