IQNA

কমান্ডার সোলায়মানির হত্যার পরে;

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮৫টি অঞ্চলে যুদ্ধবিরোধী বিক্ষোভ

22:35 - January 09, 2020
সংবাদ: 2610009
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নীতির প্রতিবাদে সেদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “ইরানের সাথে যুদ্ধ নয়” (No War with Iran) নামে প্রসিদ্ধ একটি দলের সাথে অন্যান্য যুদ্ধবিরোধী দল আজ সেদেশের ১৮৫টি অঞ্চলে এই বিক্ষোভ প্রদর্শন করেছে। ইরানের সাথে ট্রাম্প যাতে এই যুদ্ধে লিপ্ত না হয় সেজন্য এই বিক্ষোভ করা হয়েছে।
এই দল তাদের নিজস্ব ওয়েবসাইটে আমেরিকান জনগণকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অযৌক্তিক নীতির বিরুদ্ধে সমাবেশ করার আহ্বান জানিয়েছে। এই সমাবেশ নিউ ইয়র্ক, ইস্ট ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস এবং ডালাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই ওয়েবসাইটে আরও ব্যক্ত করা হয়েছে: ট্রাম্পের অভদ্র আচরণ (সর্দার সুলাইমানি হত্যার ঘটনায়) অনেক আমেরিকান সেনা, ইরাকি এবং ইরানি জনগণ এবং অন্যান্য বেসামরিক লোকের জীবনকে বিপন্নের মুখে ঠেলে দিয়েছে।। এ জাতীয় যুদ্ধে রাজনীতিবিদ এবং যুদ্ধে আগ্রহী কর্পোরেশন ব্যতীত আমরা কেউ জয়ী হবো না।
আরও বলা হয়েছে: আমাদের লোকেরা ইরাক যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করেছে। তারা আর রাজনীতিবিদদের মিথ্যা অজুহাতে যুদ্ধে নামবে না।
মার্কিন কংগ্রেসের মুসলিম প্রতিনিধি ইলহান ওমর টুইটারে তার নিজস্ব পেজে জনগণকে আজকের মার্চে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে লিখেছেন: আমাদেরকে অন্তহীন যুদ্ধে প্রবেশ করাতে আমরা ট্রাম্প প্রশাসনকে অনুমতি দেবো না। iqna

captcha