IQNA

ব্রিটেন তোতাপাখির মতো যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে: জাওয়াদ জারিফ

21:48 - January 14, 2020
সংবাদ: 2610037
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ব্রিটেন তোতাপাখির মতো যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে এবং পশ্চিম এশীয় অঞ্চলে ওয়াশিংটনের সন্ত্রাসবাদী লড়াইয়ে অন্ধভাবে অংশ নেয়।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার ব্যক্তিগত টুইটারে ইরাক যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে ব্রিটেনকে অপমান করার কথা স্মরণ করিয়ে দেন। তিনি ব্রিটিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন: পরিবর্তনের লক্ষ্যে সম্মানজনক পথ ধরুন এবং আদালতের আদেশ অনুযায়ী ইরানিদের পাওনা বুঝিয়ে দিন।

ইরানের কাছে যুক্তরাজ্যের পঁয়তাল্লিশ কোটি পাউন্ড ঋণ রয়েছে। ১৯৭৪ এবং ১৯৭৬ সালে ব্রিটেন ইরানের সঙ্গে চুক্তি করেছিল যে তারা এক হাজার পাঁচ শ চিফটেন ট্যাঙ্ক এবং ২৫০টি সাঁজোয়া যান তেহরানের কাছে বিক্রি করবে।

২০০১ সালে আন্তর্জাতিক আদালত ইরানকে ওই ঋণ পরিশোধ না করার অপরাধে ব্রিটিশ পক্ষকে দণ্ডিত করে এবং ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। কিন্তু লন্ডন এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।

captcha