IQNA

আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলায় আটজন সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা

21:25 - January 18, 2020
সংবাদ: 2610063
আন্তর্জাতিক ডেস্ক: জেনারেল কাসেম সোলেইমানির হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এতে ১১ আমেরিকান সেনা আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যদিও এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ বলেছিল, ইরানের ওই হামলায় তাদের কোনো সেনা হতাহত হয়নি। এমনকি ওই ঘাঁটি দুটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার ইরানি দাবি উড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্র তাদের সেই দাবি থেকে সরে এসেছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ১১ সেনা অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তবে তারা ক্ষেপণাস্ত্রের আঘাতে অসুস্থ হয়নি। বরং হামলার ভয়াবহতা দেখার পর তারা একধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের «CENTCOM» মুখপাত্র "বিল উরবান" ঘোষণ করেছে: আল-আনবার প্রদেশে আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ১১ জন মার্কিন সৈন্য আহত হয়েছে। বিস্ফোরকের ফলে এসকল সৈন্যদের মস্তিষ্কে ক্ষতি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

বিল উরবান আরও বলেছে: আহতদের মধ্যে ৮ জন সেনাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জার্মানির ল্যান্ডস্টেল মেডিকেল সেন্টারে স্থানান্তরিত হয়েছে এবং বাকী ৩ জনকে কুয়েতের শিবির আরিফজানে প্রেরণ করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা করা হচ্ছে।

প্রসঙ্গত, ইরানের এলিট ফোর্স আল কুদসের কমান্ডার জেনারেল সোলেয়মানি হত্যার বদলা নিতে বুধবার (৮ জানুয়ারি) ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। iqna

 

 

 

captcha