IQNA

সর্বোচ্চ নেতা;

ইরানি জাতীর প্রতিরোধ আমেরিকাকে ক্ষুব্ধ করেছে এবং বিশ্ববাসীকে আকর্ষণ করেছে

20:37 - January 20, 2020
সংবাদ: 2610075
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন গুণ্ডামির বিরুদ্ধে প্রতিরোধের কারণে স্বাধীনচেতা ইরানি জাতির প্রতি গোটা বিশ্বের যে আকর্ষণ তৈরি হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে তুলেছে। তিনি আজ (সোমবার) তেহরানে ইরানের হজ্ব বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের মানুষ ধর্মের ভিত্তিতে জনগণের শাসনের মডেলের সঙ্গে পরিচিত নন। হজের মৌসুম এই মডেল গোটা বিশ্বের সামনে তুলে ধরার বড় সুযোগ। ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতার কারণ এবং ইরানের ন্যায্য অবস্থান ও যুক্তি তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হজের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের অনেক দেশই হজের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে অবহিত নয়। তিনি বলেন, হজের মধ্যে রয়েছে মুসলিম উম্মাহর ব্যাপক কল্যাণ।

তিনি আরও বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলো মুসলমানদের মধ্যে ঐক্য ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, প্রকৃত মুসলিম উম্মাহ এখনও গড়ে ওঠেনি। অর্থাৎ মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে অভিন্ন লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পর্যায়ে পৌঁছায়নি। দুঃখজনকভাবে ঐক্যের আন্তরিক আহ্বান সত্ত্বেও মুসলিম বিশ্বে অপবাদ, সংঘাত ও যুদ্ধ অব্যাহত রয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা ইরানকে একটি সাধারণ দেশে পরিণত হওয়ার যে কথা বলছে তার অর্থ হলো জনগণের রায়ের সঙ্গে ইসলামি নির্দেশনাকে মিলিয়ে সমাজ গড়ার নয়া ধারণা ও বক্তব্য থেকে তেহরানকে সরে আসতে হবে। iqna

captcha