IQNA

লেবাননের সীমান্তে ইসরাইলের এন্টি-টানেল সেন্সর নেটওয়ার্ক

19:08 - January 21, 2020
সংবাদ: 2610079
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সাথে দখলকৃত অঞ্চলের সীমান্তে অবস্থিত বিভিন্ন সুড়ঙ্গ আবিষ্কার করার জন্য ইহুদিবাদী ইসরাইলি সরকার ভূগর্ভস্থ নেটওয়ার্কের নির্মাণকাজ শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর খনন করা একটি টানেল ধ্বংসের দাবী করার এক বছর পর যায়নবাদী শাসকের সেনাবাহিনীর মুখপাত্র ঘোষণা করেছে: লেবানন-ইসরাইল সীমান্তে সুড়ঙ্গ আবিষ্কার করার জন্য এন্টি-টানেল সেন্সর নেটওয়ার্কের নির্মাণকাজ শুরু করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে জোনাথন ক্যানরিক্স ঘোষণা করেছে, এই প্রকল্পটি ভূমিকম্প এবং অ্যাকোস্টিক সেন্সর নেটওয়ার্ক যা ভূগর্ভে স্থাপন করা হবে।
সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেছে: দক্ষিণ লেবাননের শান্তিবাহিনীকে আমাদের এই প্রকল্প সম্পর্কে অবগত করেছি। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছে যে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, সে সম্পর্কে সকলে অবগত রয়েছে।
জোনাথন ক্যানরিক্স আরো বলেছে, এই প্রকল্পটি সম্পন্ন হতে দুই মাস সময় লাগবে।  iqna


captcha