IQNA

প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বে লেবাননের নতুন মন্ত্রিসভা গঠন

20:30 - January 22, 2020
সংবাদ: 2610085
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণ বিশেষ করে সাম্প্রতিক বিক্ষোভে যে সমস্ত মানুষ অংশ নিয়েছেন তাদের দাবি মেটানোর সর্বাত্মক চেষ্টা করবে নতুন এই মন্ত্রীসভা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাজধানী বৈরুতের প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল (মঙ্গলবার) নতুন মন্ত্রীসভার ঘোষণা দিয়ে তিনি বলেন, “নতুন মন্ত্রীসভায় ২০ জন মন্ত্রী রয়েছেন যাদের প্রতি দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে। এর পাশাপাশি টেকনোক্র্যাট মন্ত্রীরা উদ্ধারকারী দল হিসেবে কাজ করবে যারা মূলত বিক্ষোভকারীদের দাবি দাওয়াগুলোকে বিবেচনায় নিয়ে তা পূরণের চেষ্টা করবেন।”

প্রধানমন্ত্রী দিয়াব বলেন, এই সরকার এমন একটি জন-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে যা গত তিন মাস ধরে বিক্ষোভকারীদের মাধ্যমে উচ্চারিত হয়েছে। বিক্ষোভকারীদের দাবিগুলোকে বাস্তবায়নের জন্য স্বতন্ত্র কমিটি গঠন করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

৬১ বছর বয়সী হাসান দিয়াব বিক্ষোভকারীদের প্রতি সম্মান জানিয়ে বলেন, জনগণের জাগরণের কারণে লেবানন আজকের এই বিজয়ী অবস্থানে এসেছে এবং সামাজিক সংহতি অর্জন করা সম্ভব হবে। রাষ্ট্রীয় সমস্ত কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী দিয়াবের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তাদের মিত্রদের সমর্থন রয়েছে।
লেবাননে নতুন মন্ত্রীসভার মন্ত্রীর নাম নিম্নরূপ:

হাসান দিয়াব, প্রধানমন্ত্রী
জাইনা আকর, উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী
নাসিফ হাত্তা, পররাষ্ট্রমন্ত্রী
রাভেল নাইমা, অর্থনীতিমন্ত্রী
হামাদ হাসান, স্বাস্থ্যমন্ত্রী
মনাল আবদুল সামাদ, তথ্যমন্ত্রী
মোহাম্মদ ফাহমি, স্বরাষ্ট্রমন্ত্রী
ইমাদ হুব্বুল্লাহ, শিল্পমন্ত্রী
গাজী ওয়াজনী, অর্থমন্ত্রী
মিশাল নাজ্জার, সেবা ও পরিবহন মন্ত্রী
লামিয়া ইয়ামিন, শ্রমমন্ত্রী
রেমন্ড গজার, জ্বালানি ও পানিমন্ত্রী
রামযী মোশাররাফিয়া, পর্যটন ও সামাজিক মন্ত্রী
ফার্টি ওহানিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রী
তারিক আল-মাজদৌব, শিক্ষামন্ত্রী
ডেমিয়ানস কাতার, পরিবেশ ও প্রশাসনিক উন্নয়ন মন্ত্রী
আব্বাস মোর্তেজা, কৃষিমন্ত্রী
গদা শারিম, লেবাননের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী
তালাল হাওয়াত, যোগাযোগমন্ত্রী
ম্যারি-ক্লোড নাজম, বিচারপতি

iqna

captcha