IQNA

মালয়েশিয়ায় কুরআন অবমাননার বিষয়ে তদন্ত শুরু

21:17 - January 23, 2020
সংবাদ: 2610095
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পেনাঙ্গ প্রদেশে বালিক পোলোইভ সিটি সম্প্রতি কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে দুষ্কৃতীদের সন্ধানের জন্য তল্লাশি শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মঙ্গলবার (২১শে জানুয়ারি) পোলোইভ সিটির ওমর বিন খাত্তাব মসজিদের এক মুসল্লি মসজিদের বাথরুমে পবিত্র কুরআনের পোড়ানো পৃষ্ঠাগুলি পেয়েছে।
তিনি মসজিদের প্রহরীকে এ বিষয়ে অবগত করেন এবং প্রহরী তাৎক্ষনিক পুলিশকে খবর দেন।
মসজিদের প্রহরী এ ব্যাপারে বলেন: মসজিদে রক্ষিত পবিত্র কুরআনের সকল পাণ্ডুলিপি অক্ষত রয়েছে। পোড়া এসকল পাণ্ডুলিপি বাইরে থেকে আনা হয়েছে।
নজরদারি ক্যামেরা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে যে ব্যক্তি এই অবমাননাকর কাজ করেছে তাকে খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি চালিয়েছ এবং এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
ইসলাম মালয়েশিয়ার সরকারী ধর্ম। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী, সেদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ তথা ৩ কোট জনগণ মুসলমান।  iqna

captcha